বাসস বিদেশ-১৪ : মালি সঙ্কট আলোচনায় আফ্রিকান নেতারা বামাকো পৌঁছেছেন

152

বাসস বিদেশ-১৪
মালি-রাজনীতি
মালি সঙ্কট আলোচনায় আফ্রিকান নেতারা বামাকো পৌঁছেছেন
বামাকো, ২৩ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক): মালির ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট নিরসনে পশ্চিম আফ্রিকার নেতারা বৃহস্পতিবার দেশটির রাজধানী বামাকোয় পৌঁছেছেন। খবর এএফপি’র।
বার্তা সংস্থার সাংবাদিকরা জানান, আইভরি কোস্টের প্রেসিডেন্ট অলাসানে ওউতারা ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল বিমানবন্দরে এসে পৌঁছলে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা তাদেরকে স্বাগত জানান।
তাদের পৌঁছানোর পর পরই নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারী, নাইজারের প্রেসিডেন্ট মুহাম্মাদু ইসুফুউ এবং ঘানার প্রসিডেন্ট নানা আকাফো-অ্যাডো এসে পৌঁছান।
মালির অস্থিতিশীলতা প্রশমণের লক্ষ্যে আগত ব্যতিক্রমী মিশনটি, পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস সমর্থিত। মালির সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট অস্থিতিশীলতায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং সেখানে ফের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
বাসস/অনু-জেজেড/২০৪২/-এইচএন