বাসস বিদেশ-৮ : চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রে কুয়েতের আমীর

137

বাসস বিদেশ-৮
কুয়েত- রাজনীতি
চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রে কুয়েতের আমীর
কুয়েত সিটি, ২৩ জুলাই, ২০২০(বাসস ডেস্ক): কুয়েতের ৯১ বছর বয়সী শাসক শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেবৃহস্পতিবার দেশত্যাগ করেছেন। তার কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।
তেলসমৃদ্ধ উপসাগরীয় এ দেশ ২০০৬ সাল থেকে তিনি শাসন করছেন। গত সপ্তাাহান্ত থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে তার শরীরে অস্ত্রোপচার করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা তার কার্যালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, শেখ সাবাহ তার চিকিৎসা সম্পন্ন করতে আজ সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, সফল অস্ত্রোপচারের পর চিকিৎসা সম্পন্ন করতে চিকিৎসক দলের পরামর্শেই তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
তবে তার অসুখটা কি, কুয়েতে তার শরীরে কি ধরণের অস্ত্রোপচার হয়েছে এবং যুক্তরাষ্ট্রে কি ধরণের চিকিৎসা করানোর পরিকল্পনা নিয়ে যাচ্ছেন বিবৃতিতে এর কোন কিছ্রুই উল্লেখ করা হয়নি।
গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পরই তার মেডিক্যাল টেস্ট করতে হয়েছিল। এ কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকটি বাতিল করা হয়।
বাসস/জুনা/১৩৩৫/জেহক