বাসস দেশ-১ : হাইকোটের্র বিচারপতি ভবানী প্রসাদ সিংহ কাল থেকে অবসরে যাচ্ছেন

134

বাসস দেশ-১
বিচারপতি-অবসর
হাইকোটের্র বিচারপতি ভবানী প্রসাদ সিংহ কাল থেকে অবসরে যাচ্ছেন
ঢাকা, ২৩ জুলাই ২০২০ (বাসস) : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ভবানী প্রসাদ সিংহের আজ শেষ কর্মদিবস।
কাল থেকে তিনি অবসরে যাচ্ছেন বলে বাসস’কে জানান সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, বিচারপতি ভবানী প্রসাদ আজ তার শেষ কর্মদিবসে আজ আদালতে বসবেন। তাকে সুপ্রিমকোর্ট বার-এর পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হবে।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ৮ আগস্ট ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত সুধীর চন্দ্র সিনহা ও প্রয়াত মাতা বৃহষভানু রাজকুমারী।
তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। আইনজীবী হিসেবে সনদ লাভ করে ১৯৭৯ সালের ১ মার্চ জেলা বার-এ প্র্যাকিটস শুরু করেন। তিনি মুন্সেফ হিসেবে ১৯৮৩ সালের ২০ এপ্রিল জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি জেলা ও দায়রা জজ হন। ২০১০ সালের ১২ ডিসেম্বর তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। বিচারক ছাড়াও তিনি আইনের শিক্ষকতাও করেছেন। তিনি বেসরকারি প্রাইম ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন এর দায়িত্বপালন করেন।
পারিবারিক জীবনে তিনি এক পূত্র সন্তানের জনক।
বাসস/এএসজি/ডিএ/১২০৫/অমি