বাসস ক্রীড়া-১৬ : ভাইরাসের কারণে ফের স্থগিত ইউরো টি-২০ স্লাম

180

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-ইউরো-টি২০-ভাইরাস
ভাইরাসের কারণে ফের স্থগিত ইউরো টি-২০ স্লাম
লন্ডন, ২২ জুলাই ২০২০ (বাসস/এএফপি): দ্বিতীয় বছরের মত স্থগিত হয়ে গেল ইউরো টি-২০ স্লাম ক্রিকেট টুর্নামেন্ট। করোনা ভাইরাসের কারণে এবার এই টুর্নামেন্টের আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছে আয়োজকরা।
স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের ছয়টি শহরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট শুরুর কথা ছিল ২০১৯ সালে। কিন্তু শুরুর ঠিক আগমুহুর্তে সেটি স্থগিত হয়ে যায়। ওই আসরে অংশগ্রহনের কথা ছিল টি-২০ তারকা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের বিশ^কাপ জয়ী অধিনায়ক ইয়োইন মর্গান ও পাকিস্তানী অল রাউন্ডার শহিদ আফ্রিদী। আয়োজকরা জানায়, সাম্প্রতিক সময়ে এই বছর টুর্নামেন্ট আয়োজনে তাদেরকে তারকা সমৃদ্ধ করার আশা জাগাচ্ছিল। কিন্তু এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেছে, কোভিড-১৯ এর প্রভাব পড়েছে তাদের এই আয়োজনে। আন্তর্জাতিক ভ্রমনে নিষেধাজ্ঞার করাণে অনিশ্চয়তা অব্যাহত আছে। সমর্থক উপস্থিতি এবং কোয়ারান্টাইনের বাধ্যবাধকতা এই বছরের আয়োজনকে আরো বাঁধাগ্রস্ত করছে।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন,‘ মহামারি এবং বিভিন্ন কারণে আয়োজক কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২০ সালেও এই আসর শুরু করা সমুচিত হবে না।’
তবে আসরটি আয়োজনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বলেন,‘ তৃতীয়বারের মতও যদি প্রশ্ন করা হয়, আমরা এখনো এই টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী। কারণ ইউরোপীয় টি-২০ টুর্নামেন্টের এই ধারনাটির কার্যকারিতা, উদ্দেশ্য ও আগ্রহের প্রতি অনেক বেশী আস্থাশীল। এটিকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেস্টা অব্যাহত রাখব।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৪০/স্বব