বাসস বিদেশ-৬ : ভেনিজুয়েলার প্রধান বিচারপতিকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা

140

বাসস বিদেশ-৬
যুক্তরাষ্ট্র- ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার প্রধান বিচারপতিকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা
ওয়াশিংটন, ২২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র মঙ্গলবার ভেনিজুয়েলার সুপ্রিম কোটের প্রধান বিচারপতিকে গ্রেফতারের জন্য তার ব্যাপারে তথ্য প্রদানে ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে এইবিচারপতিকে অর্থপাচারের মামলার মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভেনিজুয়েলায় সিভিল ও ক্রিমিনাল মামলায় প্রভাব খাটানোর মাধ্যমে ঘুষ হিসেবে মাইকেল জোস মরিনো পেরেজ ব্যক্তিগতভাবে অর্থ অথবা সম্পত্তি গ্রহণ করেছেন।
পম্পেও বলেন, নিন্ম আদালতে অভিযুক্তকে খালাস অথবা মামলা খারিজ করে দেয়ার নির্দেশ সহ ২০ টির বেশী মামলায় আইনী কার্যক্রমে হস্তক্ষেপের বিনিময়ে মরিনো পেরেজ ঘুষ গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রনালয় ২০১৭ সালে মনিরো পেরেজকে কালো তালিকাভুক্ত করেছে উল্লেখ করে পররাষ্ট্র বিভাগ মঙ্গলবার এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় মনিরোর স্ত্রীকে পৃথক একটি তালিকায় যুক্ত করেছে।
এরফলে এই দম্পতি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
এক বিবৃতিতে পম্পেও ভেনিজুয়েলায় দুর্নীতি এবং আন্তদেশীয় সংঘটিত অপরাধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের কথা পুনর্ব্যক্ত করেন।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সঙ্গীদের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করেছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১৪০০/জেহক