কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সৈন্য নিহত

276

বোগোটা, ২২ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক): কলম্বিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণপূর্বাঞ্চলে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চলাকালে মঙ্গলবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সৈন্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর এএফপি’র।
কলম্বিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াভিয়ার জঙ্গল অঞ্চলে এ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ সময় ওই ব্ল্যাকহক হেলিকপ্টারে ১৭ আরোহী ছিলেন।
টুইটারে দেয়া এক বার্তায় সামরিক মুখপাত্র বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় আমরা নয়জনের লাশ উদ্ধার করেছি।’
হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে না এটিকে ভূপাতিত করা হয়েছে সে ব্যাপারে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। হেলিকপ্টারে থাকা অপর দুই সৈন্যের ব্যাপারেও তারা কিছু জানায়নি।
প্রেসিডেন্ট ইভান ডুক এ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এটিকে একটি দুর্ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হেলিকপ্টারে থাকা সৈন্যরা গেরিলাদের বিরুদ্ধে অভিযানে সহযোগিতা করছিল।
সেনাবাহিনী জানায়, হেলিকপ্টারটি ফার্ক বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সাহায্য করছিল। ২০১৬ সালে সরকারের সাথে তাদের কমরেডদের করা শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে বামপন্থী ফার্ক গেরিলারা অস্বীকৃতি জানায়।