বাসস বিদেশ-১৫ : লাওসে বিগত ১০০ দিনে কোভিড-১৯ এর নতুন সংক্রমণ হয়নি

222

বাসস বিদেশ-১৫
লাওস-ভাইরাস মুক্ত
লাওসে বিগত ১০০ দিনে কোভিড-১৯ এর নতুন সংক্রমণ হয়নি
ভিয়েনতিয়েন, ২১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : লাওসে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি জানিয়েছে, উপর্যুপরি গত এক‘শো দিনে সেদেশে নতুন করে কারো সংক্রমণ হয় নি।
লাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সংক্রামক ব্যাধী নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-মহাপরিচালক, সিসাবাথ সাউথানিরাক্সে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, সেখানে একশো দিনের মধ্যে কোভিড-১৯ এর কোনো সংক্রমণ দেখা দেয়নি। তবে, এই ধারা বজায় রাখার লক্ষ্যে প্রত্যেক ব্যক্তি ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবশ্যই
সরকার নির্ধারিত ‘নতুন সাধারণ’ নির্দেশনা এবং নিয়মাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।
সোমবার, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মোট ১ হাজার ৭৯১ জন লোক লাওসে প্রবেশ করেছে। লাওসে প্রবেশকারী ওই ব্যক্তিদের সবার তাপমাত্রা পরীক্ষা করা হলে কারোরই জ্বরের উপসর্গ পরিলক্ষিত হয়নি। সিসাবাথ জানান, সারা দেশে ৭০ টি আবাসন কেন্দ্রে প্রায় ২ হাজার ৮৩৩ জনকে কোয়ারেনটিনে রাখা হয়েছে।
২৪ মার্চ লাওসে প্রথম দুটি সংক্রমণের কথা নিশ্চিত বলে ঘোষণা করা হয়েছিল ও ৯ জুন সর্বশেষ রোগীকে ডিসচার্জ করা হয়েছে।
বাসস/অনু- জেজেড/২১১০/কেএমকে