ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের মুলতবি বার্ষিক অধিবেশন ২৩ জুলাই

503

ঢাকা, ২১ জুলাই, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের মুলতবি হওয়া বার্ষিক অধিবেশন আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল সাড়ে ৩ টায় সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠিতব্য করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এই সিনেট মুলতবি অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের মূল বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়নি। ফলে সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই অধিবেশন আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।