বাসস বিদেশ-৯ : গ্রেটা থুনবার্গ পুরস্কারের মিলিয়ন ইউরো পরিবেশ আন্দোলনে যুক্ত সংস্থাগুলোকে দান করেছেন

124

বাসস বিদেশ-৯
গ্রেটা থুনবার্গ- পুরস্কার
গ্রেটা থুনবার্গ পুরস্কারের মিলিয়ন ইউরো পরিবেশ আন্দোলনে যুক্ত সংস্থাগুলোকে দান করেছেন
স্টকহোম, ২১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : জলবায়ু সুরক্ষা আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার পর্তুগিজ অধিকার এওয়ার্ড পেয়েছেন এবং তিনি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে কাজ করছে এমন গ্রুপগুলোকে পুরস্কারের মিলিয়ন ইউরো দান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সুইডিস পরিবেশবাদী এই কিশোরী অনলাইনে তার এক ভিডিও পোস্টে বলেছেন, “আমি কল্পনা করতে পারি এই অর্থ তার চেয়ে অনেক বেশী, তবে সব পুরস্কারের অর্থ জলবায়ু ও জীববৈচিত্র সংকটে ক্ষতিগ্রস্তদের সামনে থেকে সহায়তা করছে এ ধরণের বিভিন্ন সংস্থা ও প্রকল্পগুলোতে আমার ফাউন্ডেশনের মাধ্যমে দান করা হবে।”
এর আগে পুরস্কারের জুরি বোর্ডের সভাপতি জর্জ স্যামপিয়ো বলেছেন,“ তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণ প্রজন্মকে একত্রিত করতে সক্ষম হয়েছেন এবং জলবায়ু পরিবেশের বর্তমান অবস্থা ধরে রাখতে তার সংগ্রাম ও মানবতার জন্য তাকে গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত করা হয়েছে।”
পুরস্কারের প্রথম ১ লাখ ইউরো আমাজানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় ফ্রাইডেজ ফর ফিউচার ব্রাজিলের মাধ্যমে “এসওএস আমাজোনিয়া” কার্যক্রমে দান করা হবে।
থুনবার্গ টুইটারে বলেন, প্রাকৃতিক পরিবেশ পরিকল্পিতভাবে ধ্বংস করাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য করার কাজে যুক্ত স্টপ ইকোসাইড ফাউন্ডেশনকে অপর ১ লাখ ইউরো দান করা হবে।
১৭ বছর বয়সী পরিবেশবাদী কিশোরী থুনবার্গ ১১ লাখ ইউরোর এই সর্বোচ্চ অর্থ পুরস্কার পেয়েছেন, এর আগে তিনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেরা মানবাধিকার পুরস্কার এবং নোবেলের বিকল্প হিসেবে সুইডিস রাইটস লাইভলিহুড এওয়ার্ড পান।
বাসস/এএফপি/অনু এমএবি/১৪৩৫/জেহক