বাজিস-৪ : মুজিব বর্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডে বৃক্ষরোপণ কর্মসূচী

122

বাজিস-৪
কুমিল্লা- বৃক্ষ রোপণ
মুজিব বর্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডে বৃক্ষরোপণ কর্মসূচী
কুুমিল্লা (দক্ষিণ), ২১ জুলাই, ২০২০, (বাসস): হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ড ক্যাম্পাসে বঙ্গবন্ধুর স্মারক সংলগ্নে এ কর্মসূচীর উদ্বোধন করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম।
বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব নূর মোহাম্মদ। পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক মো: আজহারুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি মো: আব্দুল খালেকসহ বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম বাসসকে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীতে বোর্ড ক্যাম্পাসে বিভিন্ন প্রকারের ফুল, ফলজ ও বনজ প্রজাতির প্রায় ১ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
বাসস/সংবাদদাতা/১৩২৭/নূসী