বাজিস-৩ : তেতুলিয়া নদী থেকে পিস্তলসহ ৩ ডাকাত আটক

153

বাজিস-৩
ভোলা-ডাকাত-আটক
তেতুলিয়া নদী থেকে পিস্তলসহ ৩ ডাকাত আটক
ভোলা, ২১ জুলাই, ২০২০ (বাসস): জেলার উপজেলা সদরের তেতুলিয়া নদী থেকে দেশী পিস্তলসহ ৩ ডাকাতকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার রাত ১২টার দিকে ভেলুমিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর ১৫ নং চর থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, মো: জাকির হোসেন (৩৫), মানিক আকন (২৭), হেমায়েত হোসেন (২৫)। তারা সবাই জলদস্যু মহাসিন গ্রুপের সদস্য এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের বাসিন্দা
কোষ্টগার্ডের লেফটেন্যান্ট মো: শাকিল বাসস’কে জানান, সাম্প্রতিকালে তেতুলিয়া নদীতে বিভিন্ন পণ্যবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটছে। এমন সংবাদের ভিত্তিতে গত রাতে নদীতে টহল বৃদ্ধি করে তারা। এসময় ভেলুমিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর ১৫ নং চর এলাকার কাছে ডাকাতদের একটি পণ্যবাহী ট্রলারে হামলার প্রস্তুতিকালে কোষ্টগার্ড তাদের আটক করে।
তিনি আরো বলেন, এসময় তাদের কাছ থেকে একটি ধরালো দা ও একটি দেশী পিস্তল উদ্ধার করা হয়। এ গ্রুপটির বিরুদ্ধে ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা পক্রীয়াধীন বলে জানান তিনি।
বাসস/এইচ এ এম/১২২০/নূসী