বাসস দেশ-৩৬ : পশু-পাখির মৃতদেহ ভালভাবে মাটির নিচে পুঁতে রাখতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

158

বাসস দেশ-৩৬
স্থানীয় সরকার-নির্দেশনা
পশু-পাখির মৃতদেহ ভালভাবে মাটির নিচে পুঁতে রাখতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ
ঢাকা, ২০ জুলাই, ২০২০ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম পশু-পাখির মৃতদেহ যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে মাটির নিচে পুঁতে রাখতে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ দেশের সকল স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গতকাল এক চিঠিতে এই নির্দেশ দেয়।
চিঠিতে বলা হয়, অনেক ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে পশু-পাখির মৃতদেহ যত্রতত্র এমনকি পুকুর, ডোবা, খাল-বিল ও নদ-নদীতে পড়ে থাকে বা ফেলে রাখা হয়। মৃত পশু-পাখির দেহের অংশ বিশেষ যত্রতত্র ছড়িয়ে ও ছিটিয়ে পড়ে থাকে।
এতে আরো বলা হয়, পশু-পাখির এ সমস্ত মৃতদেহ পচে বিভিন্ন রোগ-জীবাণুর সৃষ্টি হয় এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে থাকে।
এছাড়াও মাটি, পানি ও বায়ু দূষণসহ সার্বিকভাবে পরিবেশ দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এজন্য পশু-পাখির মৃতদেহ ভালভাবে মাটির নিচে পুঁতে রাখা অতীব জরুরী ও গুরুত্বপূর্ণ।
বাসস/সবি/এমএএস/১৮৫৪/-শআ