বাসস ক্রীড়া-১২ : ধারে ফুলহ্যামে যোগ দিচ্ছেন ডর্টমুন্ড উইঙ্গার শুরলে

132

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ডর্টমুন্ড-ফুলহ্যাম-শুরলে
ধারে ফুলহ্যামে যোগ দিচ্ছেন ডর্টমুন্ড উইঙ্গার শুরলে
বার্লিন, ২৫ জুলাই ২০১৮ (বাসস/এএফপি) : বুন্দেসলীগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ধারে ফুলহ্যামে যোগ দিয়ে প্রিমিয়ার লীগে ফিরতে যাচ্ছেন জার্মান উইঙ্গার আন্দ্রে শুরলে। বুধবার গণমাধ্যমের রিপোর্টে একথা জানানো হয়েছে।
তার এজেন্ট ইনগো হাসপেল জার্মান দৈনিক বিল্ডকে বলেন, ‘এফসি ফুলহ্যামে ডাক্তারী পরীক্ষা করাতে যাচ্ছেন আন্দ্রে।’
যুক্তরাষ্ট্র সফর শেষে শুরলে ধার হিসেবে ডর্টমুন্ড ছাড়ছেন উল্লেখ করে জার্মান ম্যাগাজিন কিকারের রিপোর্টে বলা হয়, ‘ভিন্ন একটি ক্লাবের সঙ্গে এ বিষয়ে আপোষরফা হতে যাচ্ছে।’ চুক্তি সম্পন্ন হলে দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার লীগ খেলবেন শুরলে। এর আগে চেলসিতে ২০১৩-১৫ মৌসুম কাটিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নশীপে চার বছর কাটানোর পর গত মৌসুমে প্লে-অফ খেলার মাধ্যমে ইংল্যান্ডের শীর্ষ আসরে খেলার যোগ্যতা ফিরে পেয়েছে ফুলহ্যাম। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ২৭ বছর বয়সী তারকা শুরলের ক্রস থেকে গোল করে জার্মানিকে বিশ্বকাপের শিরোপা পাইয়ে দিয়েছিলেন মারিও গোটশে। তবে ইনজুরিতে পড়ে ফর্ম হারানোর কারণে গত রাশিয়া বিশ্বকাপের জার্মান স্কোয়াডে জায়গা হয়নি এই উইঙ্গারের।
বাসস/এএফপি/এমএইচসি/১৮২৫/মোজা/স্বব