বাসস দেশ-১ : পাঁচ দিনের রিমান্ড শেষে ডা. সাবরিনাকে আদালতে হাজির করা হচ্ছে

156

বাসস দেশ-১
সাবরিনা-রিমান্ড-আদালত
পাঁচ দিনের রিমান্ড শেষে ডা. সাবরিনাকে আদালতে হাজির করা হচ্ছে
ঢাকা, ২০ জুলাই, ২০২০(বাসস): জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ দুপুরে আদালতে হাজির করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো: মাহবুব বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, রিমান্ড শেষে আসামি সাবরিনাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে। রিমান্ডে তিনি জেকেজির গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ কারনে নতুন করে আর রিমান্ড চাওয়া হবে না ।
গত ১৩ জুলাই প্রথম দফায় তিনদিন ও ১৭জুলাই দ্বিতীয় দফায় দু’দিন মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ডাক্তার সাবরিনার।
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ১২জুলাই দুপুরে ডা. সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে নেয়া হয়।সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।
গত ২২জুন বেসরকারি জেকেজি হেলথ কেয়ারে অভিযান চালায় র‌্যাব। এতে এই প্রতিষ্ঠান ও তার কর্ণধারদের প্রতারণার সব তথ্য বেরিয়ে আসে।
বাসস/এমএমবি/১৩০৫/অমি