বাসস দেশ-৪০ : করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক

225

বাসস দেশ-৪০
আইজিপি- শোক
করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপি’র শোক
ঢাকা, ১৯ জুলাই, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডিএমপি’র ইন্সপেক্টর মো: রফিকুল ইসলামের মৃত্যুতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে আমরা আমাদের আরেক সহকর্মী ইন্সপেক্টর মো: রফিকুল ইসলামকে হারালাম। বাংলাদেশ পুলিশের গর্বিত এ সদস্য দেশ ও জনগণের কল্যাণ ও সেবায় এক সুমহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
চলমান করোনায় জীবন উৎসর্গকারী পুলিশের বীর সদস্য মো: রফিকুল ইসলাম (৪৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমে ইন্সপেক্টর হিসেবে ছিলেন। ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল মৃত্যুবরণ করেন। অকুতোভয় এ পুলিশ সদস্যের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চরবাকল গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, এ নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাদেশ পুলিশের ৫৭ জন সদস্য মারা গেছেন।
বাসস/সবি/এমএমবি/২১৩৪/এবিএইচ