বাসস দেশ-৩৯ : করোনা বিজয়ী ফায়ার সার্ভিসের ১৯১ কর্মীর কাজে যোগদান

245

বাসস দেশ-৩৯
করোনা-সুস্থ্য
করোনা বিজয়ী ফায়ার সার্ভিসের ১৯১ কর্মীর কাজে যোগদান
ঢাকা, ১৯ জুলাই, ২০২০ (বাসস) : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯১ জন করোনা আক্রান্ত কর্মী সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
এ পর্যন্ত এ বাহিনীর মোট ২৩০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত হয়েছেন। তারমধ্যে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৩৯জন।
আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় ভাইরাসে আক্রান্ত ২৩০জনের মধ্যে ১৯১ জন সুস্থ্য হয়ে কাজে ফিরেছেন। বাদবাকি ৩৯জন আইসোলেশনে রয়েছেন। করোনামুক্ত ১৯১জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানান এ কর্মকর্তা।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২১৩৩/এবিএইচ