বাসস বিদেশ-৩ : অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাস্ক পরা বাধ্যতামূলক

183

বাসস বিদেশ-৩
অস্ট্রেলিয়া- ভাইরাস -মাস্ক
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাস্ক পরা বাধ্যতামূলক
মেলবোর্ন, ১৯ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে কঠোর পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মেলবোর্ন কর্তৃপক্ষ রবিবার নগরবাসীর জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে।
ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে ১০ দিনের লকডাউন সত্ত্বেও রবিবার নতুন করে আরো ৩৬৩ জন আক্রান্ত হওয়ার পরে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল আন্দ্রিউস বলেছেন, ৫০ লাখ লোকের মেলবোর্ন ও পাশের মিচেল সারির লোকদের বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জনসমাগম স্থলে মাস্ক পরে অথবা মুখ ঢেকে বের হতে হবে।
তিনি এক সংবাদ সম্মেলনে বলে, “আমরা বেশীরভাগই চাবি ছাড়া, মোবাইল ফোন ছাড়া বাসা থেকে বের হই না।”
“আপনারা মাস্ক ছাড়া বের হবেন না, ভাইরাস ছড়াতে পারে এমন সব জায়গায় অবশ্যই মাস্ক পড়তে হবে।”
এই নিয়ম ভঙ্গ করলে ২০০ অস্ট্রেলিয়ান ডলার (১৪০ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে। এ জন্য সাধারণ জ্ঞান কাজে লাগাতে হবে, যেমন দৌঁড়ানো অথবা ব্যংকে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নেই প্রথম মাস্ক পড়া বাধ্যতামূলক করা হলো। আড়াই কোটি জনসংখ্যার এই দেশটিতে এ পর্যন্ত ১২ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১২২ জন মারা গেছে।
বাসস/এএফপি /এমএবি/১২১৫/জেহক