অধস্তন আদালতে দেওয়ানি সাকসেশন মামলা শুনানি নিষ্পত্তিতে সুপ্রিমকোর্টের প্র্যাকটিস নির্দেশনা

284

ঢাকা, ১৮ জুলাই ২০২০ (বাসস): অধস্তন আদালতে দেওয়ানী সাকসেশন মোকদ্দমা শুনানি ও নিস্পত্তি সম্পর্কিত প্র্যাকটিস নির্দেশনা জারি করেছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি এবং শারিরীক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন আদালতে দেওয়ানি ও সাকসেশন মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
রেজিস্ট্রার জেনারেল জানান, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টর জেষ্ঠ্য বিচারপতিগনের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোরভাবে শারিরীক দূরত্ব পালন এবং সকলকে এজলাস কক্ষে মাস্ক পড়তে হবে। সংশ্লিষ্ট আদালতের বিচারক স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করবেন। মামলার শুনানির একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।