অতীতে যারা দুর্নীতি করেছে, তারা সরকারের সফলতা মানতে পারছেনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

203

ঢাকা, ১৮ জুলাই, ২০২০ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিগত সরকারগুলোর আমলে যারা দুর্নীতি করে অর্থ সম্পদ করেছে, তারা বর্তমান সরকারের সফলতা মেনে নিতে পারছেনা।
তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দেশের অর্থনৈতিক চাকা সচল রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, এডিপি প্রকল্পের আওতায় হুইল চেয়ার, বাইসাইকেল, ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ এবং মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা দেশবিরোধী কোন মানুষ চাইনা; আমরা চাই দেশপ্রেমিক একটি বিরোধীদল; যে দল দেশের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
দেশবিরোধীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে বাধা প্রদান করা হলে কঠোরভাবে দমন করা হবে।
প্রতিমন্ত্রী ১২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সুগার মিলস্ হতে নাওয়াভিটা হাট হয়ে মাহেরপুর হাট জিসি পর্যন্ত রাস্তা প্রশস্থকরণ, চার কোটি টাকা ব্যয়ে গোপেন সাহার হাটে দ্বিতল গ্রামীণ বাজার ভবন নির্মাণ কাজ এবং পাঁচ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলা কমপ্লেক্স স¤প্রসারণ ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এছাড়া, তিনি ২০১৯-২০২০ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় ২২টি হুইল চেয়ার, ৩০টি ভ্যানগাড়ী, ৭২টি বাইসাইকেল, ৬৩টি সেলাই মেশিন উপকারভোগীদের মাঝে বিতরণ এবং তাঁর ঐচ্ছিক তহবিল হতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ বিতরণের পাশাপাশি বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকিউর রহমান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ উপস্তিত ছিলেন।