হোয়াইট হাউসের গ্রান্ড ফয়ের থেকে সরানো হয়েছে ক্লিনটন ও বুশের প্রতিকৃতি

206

ওয়াশিংটন, ১৮ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ঐতিহ্য ভেঙে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রবেশ মুখের গ্রান্ড ফয়ের থেকে সাম্প্রতিক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের প্রতিকৃতি সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার সিনএনএন পরিবেশিত খবর থেকে এ কথা জানা গেছে।
সাধারণত গ্রান্ড ফয়েরে সাম্প্রতিক প্রেসিডেন্টদের পেইন্টিং ঝুলানো থাকে। এখন এ দু’জনের ছবি ওল্ড ফ্যামিলি ডাইনিং রুমে রাখা হয়েছে।
সিএনএন’র বর্ণনায়, ওল্ড ফ্যামিলি ডাইনিং রুম খুবই ছোট্ট পরিসরের এবং দর্শর্ণার্থীরা সেখানে যান না বললেই চলে। এখানে সাধারণত টেবিলক্লথ ও ফার্নিচার স্টোর করে রাখা হয়।
ট্রাম্পের সাম্প্রতিক পূর্বসুরি ক্লিনটন ও বুশের ছবির জায়গায় ঝুলানো হয়েছে উইলিয়াম ম্যাককেনলির প্রতিকৃতি।
তিনি ১৯০১ সালে খুন হন। এছাড়া তার ভাইস প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ছবিও ঝুলানো হয়েছে। ম্যাককেনলির পরে তিনিই মার্কিন প্রেসিডেন্ট হন।
নিউজ নেটওয়ার্ক বলছে, প্রবেশ মুখের গ্রান্ড ফয়েরে ক্লিনটন ও বুশের ছবি থাকায় ট্রাম্পকে প্রতিদিনই তা দেখতে হতো।
ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার সম্প্রতি প্রকাশিত বইয়ে বলেছেন, ট্রাম্প বুশ ও বুশের বাবা উভয়কে ঘৃণা করেন। আর বিল ক্লিনটন হিলারী ক্লিনটনের স্বামী। হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
গত সপ্তাহে প্রতিকৃতিগুলো সরানো হয়েছে বলে সিএনএন’র রিপোর্টে বলা হয়েছে।
এদিকে ট্রাম্পের ঠিক আগের প্রেসিডেন্ট বারাক ওবামার কোন প্রতিকৃতি তার চলতি মেয়াদে আনুষ্ঠানিকভাবে উন্মোচনই করা হয়নি।