বাসস ক্রীড়া-১৫ : রিয়াল মাদ্রিদ লা-লীগা শিরোপা জেতায় খুশি রোহিত

215

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-রোহিত শর্মা
রিয়াল মাদ্রিদ লা-লীগা শিরোপা জেতায় খুশি রোহিত
নয়াদিল্লি, ১৭ জুলাই ২০২০ (বাসস) : গেল বছরের শেষ দিক থেকে করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। আর এ বছরের মার্চ থেকে করোনার সংক্রমন ছড়িয়ে পড়ে ভারতে। এখনো পুরো বিশ্ব জুড়ে করোনার সংক্রমন চলছেই। এর মাঝেও ভালো খবরের প্রত্যাশায় সকলে। সেই ভালো খবরের সন্ধানে ভারতের ওপেনার রোহিত শর্মাও। তাইতো, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের লা-লিগার শিরোপা জয়কে এ বছরের ভালো খবর বলে জানালেন রোহিত।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রিয়ালের জার্সি পরে রোহিত টুইট করেন। ৩৩ বছর বয়সী রোহিত সেখানে লিখেন, ‘আরও একটা ট্রফি এলো। এই কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ সত্যিই দল হিসেবে খেলেছে। সাফল্য পেয়েছে। অভিনন্দন তাদের। অবশেষে এই বছরে ভালো কিছু খবর এল। ভালো খবরের তো এই বছর মারাত্মক অভাব।’
গতকাল রাতে নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে ৩৪তম বারের মতো লা-লিগার শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিন্দ্বন্দি বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৭। এখন শুধুমাত্র লিগের শেষ রাউন্ডের খেলা বাকী।
বাসস/এএমটি/১৯৫০/স্বব