অক্টোবরে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

164

লন্ডন, ১৭ জুলাই ২০২০ (বাসস) : আগামী ৮ অক্টোবর ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে ইংল্যান্ড।
বৃটিশ সরকারের করোনাভাইরাস সংক্রান্ত গাইডলাইন মাথায় রেখে ম্যাচটি অনুষ্ঠিত হবে দর্শক শুন্য স্টেডিয়ামে।
এই দুটি প্রতিবেশী দেশ সর্বশেষ ইউরো ২০১৬’এ একে অপরের মুখোমুখি হয়েছিল। ড্যানিয়েল স্টুরিজের ইনজুরি টাইমের গোলে ম্যাচটিতে ইংল্যান্ড ২-১ গোলে জয়লাভ করেছিল।
এই ম্যাচটির মাধ্যমে ইংল্যান্ড শেষ এক বছরে মৃত্যুবরণকারী সাবেক খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানাবে। এর মধ্যে রয়েছেন ১৯৬৬ সালের বিশ^কাপ জয়ী তারকা জ্যাক চার্লটন, মার্টিন পিটার্স, নরম্যান হান্টার ও পিটার বোনেত্তি।
অক্টোবরের প্রীতি ম্যাচটি ২০২০-২১ সালের নেশন্স লিগ শুরু হবার পর অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে শুরু হওয়া এবারের নেশন্স লিগ আসরে প্রথম পর্বে ইংল্যান্ডের প্রতিপক্ষ আইসল্যান্ড ও ডেনমার্ক। আর ওয়েলস খেলবে ফিনল্যান্ড আর বুলগেরিয়ার বিপক্ষে। এরপর নেশন্স লিগ পুনরায় ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। যেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম ও ডেনমার্ক। আর ওয়েলস খেলবে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিপক্ষে।