বাসস ক্রীড়া-১ : সেপ্টেম্বরে লা লিগায় দর্শক উপস্থিতি নিয়ে স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রীর শঙ্কা

114

বাসস ক্রীড়া-১
ফুটবল-স্পেন
সেপ্টেম্বরে লা লিগায় দর্শক উপস্থিতি নিয়ে স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রীর শঙ্কা
মাদ্রিদ, ১৭ জুন ২০২০ (বাসস) : সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন মৌসুমে ফুটবল মাঠে দর্শকের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ কলেছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা।
নতুন মৌসুমে সরকারের ক্রীড়া মন্ত্রাণলয় লা লিগা সীমিত পরিসরে দর্শকদের মাঠে ফেরানোর আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া সেই সিদ্ধান্ত নিয়ে শঙ্কা থেকেই যায়। এ কারনেই স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা বলেছেন, ‘সত্যি কথা বলতে কি আমি কোন আশাই দেখিনা। যে বাস্তবতায় আমরা রয়েছি তাতে কোন কিছুই স্বাভাবিক না। দীর্ঘ কয়েক মাস যাবত আমরা করোনা সংক্রমনের বিষয়টি দেখে আসছি। সৌভাগ্যবশত আমরা নিয়ন্ত্রনও করতে পেরেছি। কিন্তু তারপরেও দর্শকদের মাঠে উপস্থিতির কোন আশা দেখছি না।’
তিন মাস বন্ধ থাকার পর করোনা সংকট কাটিয়ে লা লিগা গত ১১ জুন থেকে দর্শকবিহীন মাঠে পুনরায় শুরু হয়। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ নুতন ফুটবল মৌসুম শুরুর কথা রয়েছে।
ইলা আরো বলেন, ‘এখনো আমাদের হাতে কিছু সময় বাকি আছে। এই সময়ের মধ্যে আমরা পুরো পরিস্থিতির নিরিখে সব তথ্য ক্রীড়া বিভাগের কাছে দিব যাতে করে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ভাইরাস সম্পর্কে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
বাসস/নীহা/১৬৪০/স্বব