বাসস দেশ-১১ : বিলের রিপোর্ট চূড়ান্ত করতে আইনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের সুপারিশ

119

বাসস দেশ-১১
কমিটি- যুব ও ক্রীড়া
বিলের রিপোর্ট চূড়ান্ত করতে আইনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের সুপারিশ
ঢাকা, ২৫ জুলাই, ২০১৮ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮ এর ওপর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।
আজ কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় বিলের ওপর বিস্তারিত আলোচনা শেষে এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এ এম নাইমুর রহমান, নাহিম রাজ্জাক, মোঃ নুরুল ইসলাম তালুকদার সভায় অংশগ্রহন করেন।
সভায় জাতীয় ক্রীড়া পরিষদ বিল ২০১৮” নিয়ে আলোচনা করা হয়।
কমিটি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিলটির বিভিন্ন ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করে।
সভায় বিলের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা উপধারায় সংশোধনী আনয়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, আইন মন্ত্রনালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সুপারিশমালা প্রনয়নের সুপারিশ করা হয়। পরবর্তী বৈঠকে কমিটির সুপারিশের ভিত্তিতে রিপোর্ট চুড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।
এছাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন সংক্রান্ত সাব কমিটি রিপোর্ট সভায় উপস্থাপন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬০০/-আসচৌ