চীন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বোঝাতে কাজ করবে

177

ঢাকা, ২৫ জুলাই, ২০১৮ (বাসস) : চীন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বোঝাতে আন্তরিকভাবে কাজ করবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু আজ বুধবার সকালে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের সাথে রাজধানীর মিন্টু রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতকালে এক একান্ত বৈঠকে এ কথা বলেন।
বর্তমানে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি,আসন্ন জাতীয় নির্বাচন,রোহিঙ্গা সমস্যা,বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি,বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে চীনের ভুমিকাসহ চীন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পর্ক নিয়ে উভয়ের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে এ বৈঠক চলে।
বৈঠকে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়েও আলোচনা হয়।
এসময় সমাজকল্যাণমন্ত্রী মেনন রোহিঙ্গা সমস্যা নিয়ে চীনের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষন করলে রাষ্ট্রদূতু রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বোঝাতে তার সরকার কাজ করবে বলে সমাজকল্যাণমন্ত্রীকে আশ্বস্ত করেন।
সকাল সাডে ৯টা থেকে ১১ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপি এ বৈঠকে রাশেদ খান মেননের একমাত্র ছেলে আনিক রাশেদ খান উপস্থিত ছিলেন।