বাসস বিদেশ-৪ : ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

172

বাসস বিদেশ-৪
ইতালি-করোনা-মৃত্যু
ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে
রোম, ১৭ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালির সরকারি হিসাবে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ৩৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ২০ জন। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ কথা জানায়।
দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ১৭ জন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লোমবারডি অঞ্চল। এখানেই প্রথম মহামারি ছড়িয়ে পড়ে এবং ১৬ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে ইতালিতে করোনা ছড়িয়ে পড়ার পরে গত বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৩৬ জন, এদের মধ্যে বুধবার ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৩০ জন।
বর্তমানে প্রায় ১২ হাজার ৫০০ লোক করোনা পজেটিভ, এদের ৭৫০ জন হাসপাতালে রয়েছে, ৫৩ জন ইনসেনটিভ কেয়ারে রয়েছেন।
ইউরোপে প্রথম ইতালিতে করোনা ছড়িয়ে পড়ায় লকডাউন শুরু করে, দীর্ঘ সময়ে সংক্রমণ চূড়া অতিক্রম করে। তবে, এখনো পকেট সংক্রমণ অব্যাহত আছে, চলতি সপ্তাহে অভিবাসন প্রার্থীদের মধ্যে ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
বাসস/এএফপি/অনু-এমএবি/১২১০/আরজি