বাসস দেশ-৩ : অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আর নেই

160

বাসস দেশ-৩
এমাজউদ্দিন-ইন্তেকাল
অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আর নেই
ঢাকা, ১৭ জুলাই, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী…রাজিউন)।
আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার স্ত্রী আগেই মারা গেছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমাজউদ্দীন আহমদের কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত দু’দিন ধরে ওনার শরীর খারাপ ছিল। বমি হওযায় আমরা রাতেই ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন।’
১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত এই ৫ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ৬ বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে যোগ দেন।
আজ বাদ জুম্মা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাসস/এমএসএইচ/১১৩২/-অমি