২৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজ

245

ম্যানচেষ্টার, ১৬ জুলাই ২০২০ (বাসস) : আজ থেকে ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ফিল্ডিংএর সিদ্বান্ত নিয়েই ২৭ বছর পর ইতিহাসের পাতায় ওয়েস্ট ইন্ডিজের নাম তুললেন হোল্ডার।
ওল্ড ট্রাফোর্ডের এই ভেন্যুতে দীর্ঘ ২৭ বছর আগে টেস্টে কোন দলের অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছিলেন।
১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক গ্রাহাম গুচ। এরপর ওল্ড ট্রাফোর্ডে যত টেস্ট হয়েছে, কোন অধিনায়কই টস জিতে প্রথমে ফিল্ডিং নেননি।
১৯৯৩ সালে ঐ ম্যাচের পর ওল্ড ট্রাফোর্ডে এ পর্যন্ত ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।