জাহাঙ্গীর আলমকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ

205

ঢাকা, ১৬ জুলাই, ২০২০ (বাসস) : সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল এফেয়ার্স উইংয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীর আলম ১৯৮৬ সালে বিসএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি বাংলাদেশ সচিবালয় এবং মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমান দায়িত্বের আগে তিনি একই মন্ত্রণালয়ের এশিয়া উইংয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্মসচিব হিসেবে যোগ দেন।
জনাব জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।