বাসস বিদেশ-১২ : পশ্চিম ইরাণে ‘সন্ত্রাসী’ হামলায় হতাহত ৩

136

বাসস বিদেশ-১২
ইরান-হামলা
পশ্চিম ইরানে ‘সন্ত্রাসী’ হামলায় হতাহত ৩
তেহরান, ১৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় দু’জন নিহত ও একজন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বৃহস্পতিবার এ কথা জানায়। সিনহুয়ার খবরে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রতিবিপ্লবী গ্রুপের সদস্য।
বিপ্লবী গার্ডসের এক বিবৃতি উদ্ধৃত করে সংস্থাটি জানায়, হতাহতরা করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা প্রদান করছিল। বিবৃতিতে তাদের নাম উল্লেখ না করে বলা হয়, তাদের একজন স্থানীয় বাসিন্দা, একজন তার নেতার অফিসের এক কর্মকর্তা এবং অপরজন ইরানের বাসিজ মিলিশিয়ার সদস্য। বিবৃতিতে নির্দিষ্ট কোনো দলকে দায়ী না করে বলা হয়, বলবারর গ্রামের কাছে এই হামলা হয়েছিল।
বিগত ৪০ বছরের বেশির ভাগ সময়েই ইরান কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে।
ওই কুর্দি জঙ্গিরা প্রতিবেশী ইরাকি কুর্দিস্তানের ঘাঁটি ব্যবহার করে ইরাণের অভ্যন্তরে রক্ষি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে।
বাসস/অনু- জেজেড/১৯০৪/কেএমকে