বাসস বিদেশ-৯ : করোনা টেস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট পুনরায় পজেটিভ

147

বাসস বিদেশ-৯
ব্রাজিল করোনা বোলসোনারো
করোনা টেস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট পুনরায় পজেটিভ
ব্রাসিলিয়া, ১৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : একদিন আগে করোনা টেস্টের পরে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো বুধবার বলেছেন, তিনি এখনো করোনা পজেটিভ।
ব্রাসিলিয়ায় সরকারী বাসভবনের গার্ডেন থেকে ফেসবুক লাইফে দক্ষিণপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ,আমি টেস্ট করিয়েছি এবং সন্ধ্যায় রিপোর্ট পেয়েছি,এতে আমি এখনো করোনা পজেটিভ।’
বোলসোনারো বলেন, তিনি করোনার কোন উপসর্গ অনুভব করছেন না এবং তিনি গত সপ্তাহ থেকে ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণ করছেন।
তিনি বলেন, ‘আমি অন্য কিছু সুপারিশ করছি না। আমি আপনাদের ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দিচ্ছি। আমার ক্ষেত্রে সামরিক চিকিৎসক হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণের সুপারিশ করেছেন এবং এটি কাজ করছে।’
প্রেসিডেন্টের প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের বয়স ৬৫ বছর, এটি করোনার উচ্চ ঝুঁকির গ্রুপে রয়েছে। এ জন্য তিনি সরকারী বাসভবন আলভারাদা প্যালেসে কোয়ারেন্টাইনে থাকবেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করবেন।
এরআগে ৭ জুলাই বোলসোনারোর করোনা টেস্ট করা হলে করোনা পজেটিভ পাওয়া যায়, এর পর থেকেই তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণ শুরু করেন।
বাসস/ এএফপি/ অনু-এমএবি/১৮৩০/-এইচএন