ডিসেম্বরে শুরু বিগ ব্যাশ

214

সিডনি, ১৬ জুলাই ২০২০ (বাসস) : আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ বিগ ব্যাশ টুর্নামেন্ট। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
গতকাল রাতে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাশাপাশি দশম আসরের পূর্নাঙ্গ সূচিও প্রকাশ করেছে সিএ।
আগামী আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। ম্যাচটি হবে অ্যাডিলেডে।
এবারের বিগ ব্যাশে ৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও, নারীদের বিগ ব্যাশের পূর্নাঙ্গ সূচিও প্রকাশ করেছে সিএ। যা শুরু হবে ১৭ অক্টোবর। নারীদের আসরে হবে ৫৯টি ম্যাচ।