সস বিদেশ-৪ : উ. ম্যাসেডোনিয়ায় সোশ্যাল ডেমোক্রেটস সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে : নির্বাচন কমিশন

122

বাসস বিদেশ-৪
ম্যাসেডোনিয়া-ভোট
উ.ম্যাসেডোনিয়ায় সোশ্যাল ডেমোক্রেটস সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে : নির্বাচন কমিশন
স্কপজে, (রিপাবলিক অব নর্থ ম্যাসেডোনিয়া), ১৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : উত্তর ম্যাসেডোনিয়ার সোশ্যাল ডেমোক্রেটস দেশটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদীর বিপক্ষে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার গঠনে তাদেরকে জোটের কঠিন আলোচনার মুখোমুখী হতে হবে। খবর এএফপি’র।
প্রায় ৯৫ শতাংশ ভোট গণনার পর নির্বাচন কমিশন জানায়, এ নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটস ৩৫.৮৫ শতাংশ ভোট পেয়েছে। পক্ষান্তরে তাদের প্রতিদ্বন্দ্বী ভিএমআরও-ডিপিএমএনই ভোট পেয়েছে ৩৪.৪৯ শতাংশ।
পার্লামেন্টের ১২০ আসনে কোন দল কতো পেয়েছে নির্বাচন কমিশন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে সোশ্যাল ডেমোক্রেট নেতা জোরেন জায়েভ এক বিজয়ী ভাষণে তার দলের তিন আসনে এগিয়ে থাকার কথা জানান।
বাসস/এমএজেড/১৩৩৫/জুনা