বাজিস-৭ : ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

125

বাজিস-৭
ভোলা-বৃক্ষ-রোপণ
ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ভোলা, ১৬ জুলাই, ২০২০ (বাসস) : জেলায় মুজিব বর্ষ উপলক্ষে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক এ কার্যক্রমের উদ্বোধন করেন। একইময় জেলার অন্য উপজেলাগুলোতেও চারা রোপণ করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর’র মধ্যে জেলায় ফলজ, বনজ ও ওষুধী গাছের ১ লাখ ৪২ হাজার ২৭৫টি চারা রোপণ সম্পন্ন হবে।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এখানে বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গাছের কোন বিকল্প নেই। তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে তারই ধরাবাহিকতায় আজকের এ গাছ লাগানো হচ্ছে।
বাসস/এইচ এ এম/নূসী/১৩-২৭