বাসস ক্রীড়া-১২ : আর্চার ও উডকে একসাথে না খেলানোর পরামর্শ গফের

197

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-গফ
আর্চার ও উডকে একসাথে না খেলানোর পরামর্শ গফের
সাউদাম্পটন, ১৫ জুলাই ২০২০ (বাসস) : সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলে সুযোগ পাননি অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। দলের পেস আক্রমনে গতির ঝড় তুলতেই জোফরা আর্চার ও মার্ক উডকে দলে নেয় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কিন্তু গতির ঝড় তুলতে পারেননি আর্চার ও উড। আর ইংল্যান্ডও ৪ উইকেটে ম্যাচ হারে ক্যারিবীয়দের কাছে।
প্রথম টেস্টে ইংল্যান্ড যেভাবে একাদশ সাজিয়েছে, সেটি পছন্দ হয়নি দেশটির সাবেক তারকা পেসার ড্যারেন গফের। আর্চার-উডকে একসাথে না খেলানোর পরামর্শ দিয়েছেন গফ। তাদের পরিবর্তে ব্রড ও ক্রিস ওকসকে ওল্ড ট্রাফোর্ড টেস্টে একাদশে দলে চান গফ।
১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫৮ টেস্ট, ১৫৯ ওয়ানডে ও ২টি টি-২০ খেলা গফ স্কাই স্পোটর্সকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্রুত গতিতে বল করেছে উড। আর্চারকেও তা করতে দেখেছি। কিন্তু প্রত্যক ম্যাচে তা করাটা কঠিনই। তবে আমি মনে করি, তারা ইংল্যান্ডের ভবিষ্যত। আরও কিছুটা সময় তাদের দরকার। তাই দু’জনকে এক সাথে না খেলিয়ে পালাক্রমে খেলানো উচিত।’
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রড ও ওকসকে একাদশে চান গফ। তিনি বলেন, ‘আমি দ্বিতীয় টেস্টে উড ও এন্ডারসনকে বিশ্রাম দিবো। তাদের পরিবর্তে ব্রড ও ওকসকে একাদশে রাখবো। এটিই আমার পরিকল্পনা। কারন আমাদের এরপরই তৃতীয় টেস্ট খেলতে হবে। ঐ টেস্টে আবারো একাদশে নিয়ে উড ও এন্ডারসনকে ফিরিয়ে আনবো।’
এদিকে, উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলারকে নিয়েও আলোচনা হচ্ছে। এই আলোচনার সাথে সায় দিলেন গফও। তিনি মনে করেন, বড় ফরম্যাটে ক্যারিয়ার বাঁচাতে দু’টি টেস্ট রয়েছে বাটলারের। গফ বলেন, ‘ক্যারিয়ার বাঁচাতে দু’টি টেস্ট পেয়েছে বাটলার। সে দুর্দান্ত এক প্রতিভা। অনেক তরুণ তাকে আদর্শ মনে করে। তার হাতে সব ধরনের শট আছে। কিন্তু টেস্ট ক্রিকেটে দ্রুত রান তোলার সুযোগ নেই। বড় ইনিংসের দিকেই মনোযোগ দিতে হবে বাটলারকে।’
বাসস/এএমটি/১৯৫০/স্বব