বাসস ক্রীড়া-৪ : প্রথমবারের মত জাপানের অলিম্পিক স্টেডিয়ামে এ্যাথলেটিক্সের আয়োজন

113

বাসস ক্রীড়া-৪
অলিম্পিক-জাপান
প্রথমবারের মত জাপানের অলিম্পিক স্টেডিয়ামে এ্যাথলেটিক্সের আয়োজন
টোকিও, ১৫ জুলাই ২০২০ (বাসস) : আগস্টে প্রথমবারের মত জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্ট। জাপান এসোসিয়েশন অব এ্যাথলেটিক্স ফেডারেশন্স (জেএএএফ) এই তথ্য নিশ্চিত করেছ।
ওয়ার্ল্ড এ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ড মিটিং নির্ধারিত সূচী অনুযায়ী গত ১০ মে অনুষ্ঠানের কথা ছিল। অলিম্পিক গেমসের টেস্ট ইভেন্ট হিসেবে এই গোল্ডেন গ্রাঁ প্রি ২০২০ টোকিও’কে বিবেচনা করা হচ্ছে। করোনা মহামারীর কারনে এখন তা পিছিয়ে আগামী ২৩ আগস্ট থেকে অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে জেএএএফ জানিয়েছে, প্রতিটি ইভেন্টে জাপানীজ শীর্ষ এ্যাথলেটসহ গ্রাঁ প্রি’তে হাই স্কুল এ্যাথলেটরা অংশ নিবে। ন্যাশনাল হাই স্কুল চ্যাম্পিয়নশীপসহ অন্যান্য বিভিন্ন ইভেন্ট বাতিল হয়ে যাওয়ায় তাদেরকে এই সুযোগ দেয়া হচ্ছে।
করোনার কারনে যাতায়াতের নিষেধাজ্ঞা থাকায় এই ইভেন্টে শুধুমাত্র জাপানীজ নাগরিকরাই অংশ নিবেন। বিবৃতিতে আরো বলা হয়েছে এই মিটে কোন দর্শকের উপস্থিতি থাকবে না। তবে টেলিভিশনে তা সরাসরি দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা।
বাসস/নীহা/১৭০৫/স্বব