বাসস বিদেশ-৮ : দুর্ভোগের প্রেক্ষিতে শীর্ষ রুশ মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর আহবান

221

বাসস বিদেশ-৮
রাশিয়া-খনি-পরিবেশ
পরিবেশ দুর্ভোগের প্রেক্ষিতে শীর্ষ রুশ মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর আহবান
মস্কো, ১৪ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : পরিবেশ দুর্যোগের প্রেক্ষিতে রুশ শীর্ষ মাইনিং কোম্পানী নরিলস্ক নিকেলের ব্যবস্থাপনা ঢেলে সাজানোর জন্য মঙ্গলবার চাপ এসেছে তাদেরই এক গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের পক্ষ থেকে। আর্কটিক অন্চলের বিশাল জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় যে ব্যাপক বিপর্যয় নেমে আসে, তাতে সেখানে জরুরি অবস্থা জারি করতে হয়েছে।
সাইবেরিয়ার নরিলস্ক শহরে জরুরি অবস্থা সৃষ্টিকারি বিশাল আর্কটিক জ্বালানী বিপর্যয়ের কারণে মঙ্গলবার রুশ খনির প্রতিষ্ঠান নরিলস্ক নিকেলের এক মূল শেয়ারহোল্ডার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার ওপর বিভিন্ন প্রকার চাপ সৃষ্টি করেছে। নরিলস্ক নিকেলের ২৮ শতাংশের মালিক অ্যালুমিনিয়াম উৎপাদক কোম্পানি রুসাল বলেছে, রুশ আর্টিকের সাম্প্রতিক পরিবেশ বিপর্যকর দুর্ঘটনাটি ‘অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার কারণে ব্যবস্থাপনায় পরিবর্তন আনারও আহবান জানানো হয়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে রুসাল বলেছে, ‘সম্প্রতি নর্নিকিলে যা ঘটছে, তা সংস্থার পরিচালন দক্ষতার পাশাপাশি ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। বিবৃতিতে বলা হয়, কোম্পানির ব্যাবস্থাপনায় ‘সমষ্টিগত জড়তার’ বিষয়টি পরিবেশ খাতসহ গোটা বিনিয়োগকারী সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে পড়তে পারে।
মে মাসের শেষদিকে আর্টিক সাগরে নরিলস্ক নিকেলের একটি সহায়ক সংস্থার জ্বালানী সংরক্ষন ট্যাঙ্ক থেকে ২১হাজার টন ডিজেল লিক করলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জরুরি অবস্থা ঘোষণা করেন।এ সময় পরিস্কার পানির হ্রদে ভাসমান ডিজেল প্রবাহিত হয়ে মিশে যাওয়া আটকে রাখতে এক বড় ধরনের পরিচ্ছন্ন প্রচেষ্টা চালাতে হয়। পুতিন বলেছেন, তিনি আশা করেছিলেন নরিলস্ক নিকেল পরিবেশ পুরোপুরি পুনরুদ্ধার করবে।
এদিকে রুসাল জানিয়েছে, জ্বালানী ছড়িয়ে পড়াসহ সাম্প্রতিক বেশ ক’টি পরিবেশগত দুর্ঘটনা ঘটার পর নরিলস্ক নিকেলকে এর সদর দফতরটি মস্কো থেকে নরিলস্কের আর্কটিক শহরে স্থানান্তরিত করার আহবান জানানো হয়েছিল ।বিবৃতিতে নরিলস্ক নিকেলকে ‘পরিবেশগত সুরক্ষা ও নিরাপত্তা ইস্যুগুলিতে কর্পোরেট নীতিমালা ঢেলে সাজানোর আহবান জানানো হয়।
রাশিয়ার পরিবেশ ওয়াচডগ সংস্থা রোসপ্রিরডনাডজোর নরিলস্ক নিকেলের এক সহায়ক সংস্থাকে ১৪৭.৮ বিলিয়ন রুবল (২.০৫ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে, কিন্তু সংস্থাটি এই জরিমানার পরিমাণের ব্যপারে দরকষাকষি করছে।
বাসস/অনু- জেজেড/২২১৫/কেএমকে