রুয়েটে কোভিড-১৯ মোকাবেলায় ভেন্টিলেটর উদ্ভাবন

522

রাজশাহী, ১৪ জুলাই, ২০২০ (বাসস) : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) করোনাভাইরাস মোকাবেলায় জরুরি অবস্থায় ব্যবহারযোগ্য ভেন্টিলেটর উদ্ভাবন করেছে।
দুই মাসের প্রচেষ্টায় প্রফেসর ড. মাসুদ রানার নেতৃত্বে রুয়েটের ইলেক্ট্রিকেল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ শিক্ষার্থীর একটি দল ‘দুর্বার কা-ারী’ নামের এই ভেন্টিলেটর উদ্ভাবন করেছে। কোভিড-১৯ এর কারণে দেশের চিকিৎসা ব্যবস্থায় সৃষ্ট দুর্ভোগ লাঘব করতেই তাদের এই প্রয়াস। আজ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর রফিকুল ইসলাম শেখ এই ভেন্টিলেটরের বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা করেন।
এ সময় রেজিস্ট্রার প্রফেসর সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক পরিচালক প্রফেসর ফারুক হোসেন এবং ইলেক্ট্রনিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শামিম আনোয়ার উপস্থিত ছিলেন।
প্রফেসর মাসুদ রানা বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই ভেন্টিলেটর মাত্র ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকায় তৈরি করা সম্ভব।