বাসস দেশ-৩৬ : নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী অনিয়মের অভিযোগে বরখাস্ত

118

বাসস দেশ-৩৬
প্রকৌশলী-বরখাস্ত
নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী অনিয়মের অভিযোগে বরখাস্ত
ঢাকা, ১৪ জুলাই, ২০২০ (বাসস) : নরসিংদী সদর উপজেলা প্রকৗশলী বিপ্লব পালকে প্রকল্পের কাজে অনিয়মের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
উপজেলার বালুসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্প সমুহের যথাযথ তদারকি না করে ঠিকাদারের সঙ্গে যোগসাজসের মাধমে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
আজ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রকল্পসমুহের কাজ স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়িত না হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন এবং সরকারী অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত না হওয়ায় সরকারী কাজে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য নরসিংদীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বাসস/সবি/এমএএস/২০০০/এবিএইচ