বাসস ক্রীড়া-৪ : নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডে আজাজ প্যাটেল

132

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডে আজাজ প্যাটেল
ওয়েলিংটন, ২৫ জুলাই ২০১৮ (বাসস) : আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষনা করা হয়েছে। দলে ডাকা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আজাজ প্যাটেলকে।
নিউজিল্যান্ডের ঘরোয়া প্লাঙ্কেট শিল্ডে গত তিন বছর যাবত ২৯ বছর বয়সী প্যাটেল সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে প্যাটেল বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। মুম্বাইয়ে জন্মগ্রহণকারী প্যাটেল ছোটবেলায় পরিবারের সাথে নিউজিল্যান্ডের পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতী সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ২১.৫২ গড়ে প্যাটেল ৪৮ উইকেট দখল করেছেন।
নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গেভিন লারসেন বলেছেন পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে ইনজুরিতে পড়া মিচেল সান্টনারের পরিবর্তে প্যাটেলকে ডাকা হয়েছে। তিনি বলেন, ‘গত দুই মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্দ পারফরমেন্সের কারনে প্যাটেলের দলভূক্তিটা সময়ের ব্যপার ছিল। যেহেতু হাঁটুর অস্ত্রোপচারের পরে সান্টনার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি, সে কারনেই সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় টড এ্যাস্টেল ও ইশ সোদির সাথে প্যাটেলকেও দলভূক্ত করা হয়েছে।’
এদিকে বিজে ওয়াটলিংয়ের ব্যাক-আপ হিসেবে নির্বাচকরা উইকেটরক্ষক টম ব্লান্ডেলকেও দলভূক্ত করেছেন।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এ্যাস্টেল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, আজাজ প্যাটেল, জিত রাভাল, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং।
বাসস/নীহা/১১২৫/স্বব