বাসস দেশ-২৪ : ময়ূর-২ লঞ্চের মাস্টার বাসার ৩ দিনের রিমান্ডে

109

বাসস দেশ-২৪
বাসার-রিমান্ড
ময়ূর-২ লঞ্চের মাস্টার বাসার ৩ দিনের রিমান্ডে
ঢাকা, ১৪ জুলাই, ২০২০ (বাসস) : ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসারকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আবুল বাসারের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।
আজ তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে রোববার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১০-এর একটি দল তাকে গ্রেফতার করে।
গত ২৯ জুন রাজধানীর সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গায় ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন, এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৪০/কেকে