পিরোজপুরে আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা লক্ষাধিক মেট্রিক টন

487

পিরোজপুর, ১৪ জুলাই, ২০২০( বাসস) : জেলায় চলতি আমন চাষ মৌসুমে ৬১ হাজার ৭৪০ হেক্টরে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।আর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৩৫৩ মেট্রিক টন। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার ৭ উপজেলার প্রতিটির আমন চাষের ও আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আমনের মধ্যে উফশী, হাইব্রিড ও স্থানীয় জাত রয়েছে এবং এ জেলার ৫২টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় একযোগে বীজতলা তৈরি ও বীজ বপনের কাজ ইতোমধ্যে চাষীরা শেষ করেছে। এখন জমি চাষ দিয়ে চারা রোপনের এ পর্যন্ত সবকিছুই চাষীদের অনুকুলে রয়েছে বলে পিরোজপুর পৌর এলাকার আমন ধান চাষী রতন ঢালী জানান। পিরোজপুর সদর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০ হেক্টরে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৩৬০ মে:টন:। অনুরূপভাবে ইন্দুরকানীতে ৫ হাজার ৩৬০ হেক্টরে ৮ হাজার ৭৪২ মে:টন, কাউখালীতে ৪ হাজার ৪২০ হেক্টরে- ৬ হাজার ৮৪১ মে: টন, নেছারাবাদে ৬ হাজার ২৭৫ হেক্টরে- ৯ হাজার ৬১০ মে:টন:, নাজিরপুরে ৬ হাজার ২৯৫ হেক্টরে- ১২ হাজার ৬৫৬ মে:টন, ভান্ডারিয়ায় ১০ হাজার ২০০ হেক্টরে ১৫ হাজার ৬৪৮ মে:টন এবং মঠবাড়িয়ায় ২০ হাজার ১০০ হেক্টরে ৩৭ হাজার ৪৫৮ মে:টন চাষের ও চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে আমন চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।