ভারতে একদিনে ২৮ হাজার ৭শ ১জন করোনায় আক্রান্ত

331

নয়াদিল্লী, ১৩ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে আবারও একদিনে করোনা ভাইরাস আক্রান্তে রেকর্ড তৈরি হয়েছে। পর পর চারদিন ধরে দেশটিতে ২৬ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
দেশটিতে সোমবার আরো ২৮ হাজার ৭শ ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার ২শ ৫৪ জন।
করোনায় নতুন করে আরো ৫শ লোক মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১শ ৭৪ জনে।
এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৪শ ৭০ জন। করোনায় অসুস্থ রয়েছে ৩ লাখ ১ হাজার ৬শ ৯ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
একজন কর্মকর্তা জানান, এ পর্যন্ত ৬৩ দশমিক ০১ শতাংশ লোক সুস্থ হয়েছে।
সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৪শ ২৭ জন, তামিলনাড়–তে ১ লাখ ৩৮ হাজার ৪শ ৭০ জন, দিল্লীতে ১ লাখ ১২ হাজার ৪শ ৯৪ জন, গুজরাটে ৪১ হাজার ৮শ ২০ জন, উত্তর প্রদেশে ৩৬ হাজার ৪শ ৭৬ জন, কর্ণাটকে ৩৮ হাজার ৮শ ৪৩ জন এবং তেলেঙ্গানায় ৩৪ হাজার ৬শ ৭১ জন।
এছাড়া, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৩০ হাজার ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশে ২৯ হাজার ১শ ৬৮ জন, রাজস্থানে ২৪ হাজার ৩শ ৯২ জন, হরিয়ানায় ২১ হাজার ২শ ৪০ জন এবং মধ্যপ্রদেশে ১৭ হাজার ৬শ ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে।