বাসস দেশ-৩৬ : নুরুল ইসলাম বাবুল ছিলেন গুণগত শিল্পায়নের একজন পথিকৃৎ : শিল্পমন্ত্রী

147

বাসস দেশ-৩৬
শিল্পমন্ত্রী-শোক
নুরুল ইসলাম বাবুল ছিলেন গুণগত শিল্পায়নের একজন পথিকৃৎ : শিল্পমন্ত্রী
ঢাকা, ১৩ জুলাই,২০২০ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও যমুনা-গ্রুপের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোকবার্তায় বলেন, মরহুম নুরুল ইসলাম বাবুল ছিলেন গুণগত শিল্পায়নের একজন পথিকৃৎ। দেশে জ্ঞানভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থানে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। যমুনা গ্রুপের অধীনে ৪০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।
বরেণ্য এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে শিল্পখাতের অপূরণীয় ক্ষতি হলো বলে মিন্ত্রী উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী মরহুম নুরুল ইসলাম বাবুলের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/জেডআরএম/২০১৬/কেকে