বাসস ক্রীড়া-১১ : নিজের মামলায় নিজেই লড়বেন ট্যারান্ট

118

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ব্রেন্টন ট্যারান্ট
নিজের মামলায় নিজেই লড়বেন ট্যারান্ট
অকল্যান্ড, ১৩ জুলাই ২০২০ (বাসস) : গেল বছরের ১৯ মার্চ ছিলো শুক্রবার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলা করেছিলেন অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। ঐ সময় নিউজিল্যান্ড সফরে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চের ঐ মসজিদে জুম্মার নামায পড়তে যাচ্ছিলো বাংলাদেশ দলের সদস্যরা। তাদের পৌঁছানোর আগেই মসজিদে ঢুকে এলোপাথারি গুলি চালান ২৮ বছর বয়সী ট্যারান্ট।
ট্যারান্টের সন্ত্রাসী হামলায় ৫১ জন মারা যান। আহত হন ৪০ জন।
পরবর্তীতে ট্যারান্টকে গ্রেফতার করে নিউজিল্যান্ডের পুলিশ। পুলিশ হেফাজতে হামলার ঘটনা স্বীকার করেন তিনি। এরপর শুরু হয় বিচারকার্য। কিন্তু তার পক্ষে আদালতে মামলারপরিচালনা করতে রাজি হননি কোনো আইনজীবীই।
তাই নিজের মামলা নিজেই লড়াই করার কথা জানালেন ট্যারান্ট। এক বিবৃতিতে বিচারপতি ক্যামেরন মান্ডার বলেন, যেহেতু ট্যারান্ট নিজেই নিজের মামলা লড়ার সিদ্বান্ত নিয়েছেন। তবে স্ট্যান্ডবাই পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের জন্য একজন আইনজীবী নিয়োগ দেয়া হবে।
আগামী ২৪ আগস্ট ট্যারান্টের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হবার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব