বাসস দেশ-২৫ : যে কোন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সরকারের রয়েছে

701

বাসস দেশ-২৫
ডিসি-সম্মেলন- দুর্যোগ-কামাল
যে কোন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সরকারের রয়েছে
ঢাকা, ২৪ জুলাই, ২০১৮ (বাসস) : চলমান বর্ষা মওসুমে বন্যাসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।
আজ বিকেলে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ষা মওসুমে বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানান বলে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, উত্তরাঞ্চলের ৮টি জেলায় আগাম বন্যা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাইবন্ধা, কুড়িগ্রাম, নীলফামারী জেলার আগাম বন্যা ও দুর্যোগ মোকাবেলায় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ সব জেলায় বিশেষ অর্থ ও ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে এবং সকল জেলায় দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ রোহিঙ্গা নাগরিকদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে ভাসান চরে অবকাঠামো নির্মাণ কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
আজ সকালে ঢাকায় তিনদিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।
বাসস/এএসজি/এমএআর/২১১৫/এইচএন