বাসস ক্রীড়া-১২ : আগামী সপ্তাহ থেকে করোনা যুদ্ধে শামিল হচ্ছে ইডেন গার্ডেন্স

217

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-স্টেডিয়াম
আগামী সপ্তাহ থেকে করোনা যুদ্ধে শামিল হচ্ছে ইডেন গার্ডেন্স
নয়া দিল্লি, ১১ জুলাই ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ভারতের কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। প্রথম স্টেডিয়াম হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার সেই অনুমতি দেয়নি। তবে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করার অনুমতি দেয়া হয়েছে। তাই কাজে লেগে গেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
শুক্রবার রাতে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পরই ইডেনকে কোয়ারেন্টাইন সেন্টার করার কাজ শুরু করে সিএবি। এরপর পুলিশের পক্ষ থেকে সিএবি পর্যবেক্ষণে যাওয়া হয়। সেই পর্যবেক্ষণের সময় সিএবি’র সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলী উপস্থিত ছিলেন।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, করোনার কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ইডেন খুলে দেয়া হবে। সেই মতোই সিদ্ধান্ত হলো। আগামী সপ্তাহ থেকেই ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার চালু হতে চলেছে।
ইডেনের হাইকোর্ট প্রান্তের চারটি গ্যালারির নিচে ই, এফ, জি, এইচ ব্লকের ফাঁকা জায়গা আপাতত ব্যবহার করা হবে। অদূর ভবিষ্যতে আরো জায়গার প্রয়োজন হলে, তা ব্যবস্থা করা হবে।
সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, ‘এই সঙ্কটের সময় সরকার ও পুলিশের পাশে দাঁডানোই আমাদের কর্তব্য। ইডেনের চারটি গ্যালারির নীচে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। ই, এফ, জি, এইচ আপাতত খুলে দেওয়া হবে নিভৃতবাসের জন্য। জে ব্লক দেওয়া হবে কলকাতা পুলিশের প্রয়োজনে। কিন্তু এই কয়েকটি ব্লকের সঙ্গে আমাদের প্রশাসনিক ভবনের কোনও যোগাযোগ থাকবে না। কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অফিস ও সংলগ্ন গ্যালারির সঙ্গে যেন কোনও রকম যোগাযোগ না থাকে।’
আগামী সপ্তাহের মধ্যে কোয়রান্টিন সেন্টার হিসেবে খুলে যাবে ইডেনের হাই কোর্ট প্রান্তের কিছু ব্লক। আক্রান্তদের আলাদা গেট দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। বিশেষত গেট নম্বর ১০ ও ১২ নম্বর দিয়ে প্রবেশ করবেন আক্রান্ত পুলিশকর্মী ও তাঁর পরিবারের সদস্যেরা। তবে মাঠের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ থাকবে না। বিশেষ সুরক্ষার জন্য নিয়মিত স্যানিটাইজার ও সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে বলে জানায় সিএবি।
বাসস/এএমটি/১৯৪৫/স্বব