বাসস বিদেশ-৮ : ভারতের উত্তর প্রদেশে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান

220

বাসস বিদেশ-৮
ভারত-ক্রাইম-অস্ত্র
ভারতের উত্তর প্রদেশে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান
মুজাফফরনগর, ইউপি (ভারত), ১০ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের উত্তর প্রদেশ (ইউপি)-এর শামলি জেলায় একটি অবৈধ অস্ত্র উৎপাদন কারখানা খুঁজে পেলে সেখানে এক সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এক কর্মকর্তা এ কথা জানান। খবর পিটিআই’র।
এসপি ভিণীত জয়সওয়াল জানান,গুলিবিনিময় চলাকালীন অভিযুক্ত সেলিম গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জয়সওয়াল জানান, খুরগানা গ্রামের ওই কারখানায় কাঁচামালসহ আটটি পিস্তল পাওয়া গেছে।
পুলিশ জানায়, অভিযুক্তরা উত্তর প্রদেশ (ইউপি) এবং হরিয়ানায় অবৈধ অস্ত্র সরবরাহ করত ।
অবৈধ অস্ত্র উৎপাদন কারখানাটি খুঁজে বেড় করে অভিযুক্তকে গ্রেফতার করায় ওই পুলিশ দলকে ১৫হাজার রূপি নগদ পুরস্কার ঘোষণা করেছেন এসপি।
বাসস/অনু-জেজেড/১৯৫৫/এইচএন