বাসস দেশ-৩৭ : সাহেদ যত ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

216

বাসস দেশ-৩৭
স্বরাষ্ট্রমন্ত্রী-সাহেদ
সাহেদ যত ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১০ জুলাই, ২০২০ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু বাসসকে আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাহেদ যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এতে তিনি যত ক্ষমতাবানই হোক না কেন তাকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাকে যে কোন মূল্যে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহেদ যত বড় শক্তিশালী হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়ার কোন প্রশ্নই আসে না।
সাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আত্মসমর্পণ করা। সাহেদকে ধরতে র‌্যাব-পুলিশ খুঁজছে, আশা করি খুব শিগগিরই তা জানাতে পারবো।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯২০/স্বব