বাসস ক্রীড়া-৪ : পদত্যাগ করলেন বিসিসিআই’র প্রধান নির্বাহী জোহরি

113

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-বিসিসিআই
পদত্যাগ করলেন বিসিসিআই’র প্রধান নির্বাহী জোহরি
নয়া দিল্লি, ১০ জুলাই ২০২০ (বাসস) : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল জোহরি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিসিআই।
গত অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের কয়েক মাস পর জানিয়েছিলেন দায়িত্ব ছাড়বেন জোহরি। ডিসেম্বরেই পদত্যাগের সিদ্বান্তও জানান তিনি। কিন্তু সেটি গ্রহণ করেননি গাঙ্গুলীর নেতৃত্বাধীন নতুন কমিটি। এপ্রিল পর্যন্ত তাকে থাকার অনুরোধ করা হয়। এপ্রিলের পর আরও দু’মাস বেশি দায়িত্ব পালন করলেন তিনি।
অবশেষে প্রধান নির্বাহির পদ থেকে সড়ে দাড়ানোর সিদ্বান্ত নিলেন জোহরি। আগামী মাস থেকে বোর্ডের দায়িত্বে থাকবেন না তিনি।
তে গেলেন জোহরি।
গত অক্টোবরে গাঙ্গুলীর নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে বোর্ডের প্রধান অর্থ বিষয়ক অফিসার সান্তোষ রাংনেকার পদত্যাগ করেন। তাই রাংনেকারের পর দ্বিতীয় কর্মকর্তা হিসেবে পদত্যাগ করলেন জোহরি।
বাসস/এএমটি/১৬৫৩/স্বব